বাগেরহাট প্রতিনিধিঃ বঙ্গোপসাগর থেকে ৮টি ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় সোমবার ( রাত ১০টার দিকে গভীর সমুদ্র টহলরত নৌবাহিনী তাদেরকে আটক করে আটককৃত দেরকে জব্দকৃত ট্রলারসহ মোংলা থানা পুলিশে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
এছাড়া ট্রলারে থাকা মাছ মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উম্নুক্ত নিলামে বিক্রির প্রস্তুতিও চলছে।মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমাদের কাছে এখনো হস্তান্তর করেনি। হস্তান্তর করলে আমরা বলতে পারবো।
Drop your comments: