বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সিঁদ কেটে ঘরে ঢুকে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে ধর্ষণ ও লুটপাটের অভিযোগ উঠেছে।
মোরেলগঞ্জের জিলবুনিয়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটলেও বুধবার বিকেলে পুলিশ ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠালে ঘটনাটি জানাজানি হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই নারীর স্বামী বলেন, রাতে খেয়ে আমরা স্বামী-স্ত্রী ও আমাদের ডিপ্লোমা পড়ুয়া ছেলে যে যার রুমে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে সিঁদ কেটে একদল ডাকাত ঘরে ঢুকে পড়ে। আমাদের সবার হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে তারা আমার স্ত্রীকে ধর্ষণ করে।
এ সময় তারা দুই ভরি সোনার গয়না, ৫ হাজার ৫০০ টাকা এবং আমার ছেলের রেডমি নোট টেন মডেলের মোবাইল ফোন নিয়ে যায়। তারা চারজন ছিল। তাদের হাতে বড় বড় বঁটি ছিল।
স্থানীয় ইউপি সদস্য সোহেল রানা কামাল বলেন, এই ধরনের ঘটনা এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটেনি। পরিবারটি খুবই নিরীহ। এদের ওপর এমন অত্যাচার আসলেই খুবই ন্যাক্কারজনক। পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন, যত দ্রুত সম্ভব দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
মোরেলগঞ্জ থানার ওসি ইকবাল বাহার চৌধুরি জানান পরিবারটির অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই নারীকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করছে।