বাগেরহাট প্রতিনিধিঃ শিশুরাই আমাদের ভবিষ্যৎ কর্ণধার। প্রতিটি শিশুর মাঝেই নিহিত আছে অমিত সম্ভাবনা। জাতি, ধর্ম,বর্ণ, ধনী-গরীব নির্বিশেষে সকল শিশুর ভেতর লুকায়িত পূর্ণ সম্ভাবনার দ্বার উন্মোচন করতে ও তাদের সুকুমার বৃত্তির চর্চাকে এগিয়ে নিতে বাগেরহাটে সাংস্কৃতিক উৎসব-২০২৩ ও সাংস্কৃতিক প্রশিক্ষণ বিভাগের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা শিশু বিষয়ক
কর্মকর্তা শেখ মোঃ আসাদুর রহমান এর সঞ্চালনায়, বাগেরহাট শিশু একাডেমির আয়োজনে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক
(রাজস্ব) অরবিন্দ বিশ্বাস। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ মোজাফ্ফর হোসেন, জেলা ক্রিয়া অফিসার মোঃ মিজানুর রহমান, বাগেরহাট প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন প্রমুখ।