জিয়াউল হক জুমন: বাংলাদেশ স্টেম (STEM) সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের উদ্যোগে মঙ্গলবার রাতে “কারেন্ট ট্রেন্ডস ইন এডভান্সড রিচার্স এন্ড এপ্লিকেশন” শীর্ষক একটি ওয়বিনার অনুষ্ঠিত হয়েছে। বিডি স্টেম সোসাইটি, জাতীয় কমিটির প্রেসিডেন্ট ও বুয়েটের অধ্যাপক ড. আল-নকীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে বাংলাদেশ, সুইডেন, সৌদি আরব এবং কানাডা থেকে চারজন বিজ্ঞানী তাদের প্রবন্ধ উপস্থাপন করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং বিডি স্টেম ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের আহবায়ক অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে ওয়েবিনারটি শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েবিনারটি উদ্বোধন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের অত্যাধুনিক বিষয়ে গবেষণায় আরও বেশি মনোনিবেশ করার আহবান জানান এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থাপতি প্রবন্ধ সমুহের ওপর আলোচনায় অংশ নেন এবং বাস্তবধর্মী গবেষণা ও ইন্ডাস্ট্রি-একাডেমি কোলাবরেশন বৃদ্ধির আহবান জানান। উক্ত ওয়েবিনারে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসাইন, সুইডেনের ইনস্টিটিউট অব এডভান্সড মেটেরিয়েলস এর পরিচালক অধ্যাপক ড. আশুতোষ তিওয়ারী, সৌদি আরবের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, এবং ন্যাশনাল রিসার্চ কাউন্সিল অব কানাডার গবেষক ড. পঙ্কজ ভৌমিক কোভিড-১৯ এর গতিপ্রকৃতি, ভ্যাকসিন, ন্যানোটেকনোলজি, বায়োটেকনোলজিসহ বিভিন্ন বিষয়ে নিজেদের প্রবন্ধ উপস্থাপন করেন। দেশ বিদেশ থেকে শতাধিক ছাত্র-শিক্ষক-গবেষক উক্ত ওয়েবিনারে অংশগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ জাবেদ হোসাইন এর আমন্ত্রণে আয়োজিত ওয়েবিনারটি একই বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. এম নুরুজ্জামান খান সঞ্চালনা করেন। মুল প্রবন্ধ উপস্থাপন শেষে উন্মুক্ত আলোচনায় বাংলাদেশে স্টেম এডুকেশন জোরদার করা, ন্যানো ও বায়ো টেকনোলজি বিষয়ে গবেষণা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে শিল্প কারখানা স্থাপন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথামেটিক্স (STEM); বিজ্ঞানের এই চার শাখা নিয়ে গঠিত স্টেম এডুকেশন বাংলাদেশে কার্যকর ও যুগোপযোগী করতে সম্প্রতি বাংলাদেশ স্টেম সোসাইটি গঠিত হয়েছে।