সৈয়দ খোরশেদ আলম, দুবাইঃ বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) মুশরিফ পার্কের বিজয় দিবসের অনুষ্ঠান প্রবাসীদের মিলন মেলায় রূপ নেয়।
সংগঠনের সভাপতি কাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনসারুল হক আনসারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই এর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, প্রধান বক্তা ছিলেন ইউএই আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আইয়ুব আলী বাবুল সিআইপি, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই এর দুতালয় প্রধান মোজাফফর হোসেন, জনতা ব্যাংক দুবাই এর ব্যবস্থাপক মোঃ আব্দুল মালেক, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সাইফুদ্দিন আহমেদ, সদস্য সচিব উপদেষ্টা আলহাজ্ব মোঃ আজম খান, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই সহ সভাপতি মোঃ রাজা মল্লিক প্রমুখ।
বিজয় মেলায় রাষ্ট্রদূত বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে । উন্নত সমৃদ্ধশালী দেশ গড়তে তাঁর সরকার বদ্ধপরিকর। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ মেয়াদকালে যেভাবে দেশে উন্নয়ন হয়ে তা অব্যাহত রাখতে আগামীতেও এই সরকারকে ক্ষমতায় আনবে জনগণ। জনগণের রায় নিয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন প্রধানমন্ত্রী।’
তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও ভালোবাসার প্রদর্শনে প্রবাসীরা সব সময় অগ্রণী ভুমিকা রাখেন৷ দেশ ও দেশের জন্য প্রবাসীদের ভালোবাসা অতুলনীয়। দেশের কল্যাণে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে হবে।’
উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আলহাজ্ব নুরুল আমিন। দোয়া ও মোনাজাত করেন আলহাজ্ব মাওলানা আব্দুল কাদের। আলোচনা শেষে খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।