বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় খেলা ফুটবল। বিশ্বের ২১১টি দেশের মধ্যে ২০৬টি দেশ ফুটবল খেলে। প্রতি চার বছরে একবার অনুষ্ঠিত হয় সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ। ফিফার তথ্যমতে, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালে শুধু ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার ম্যাচটিই দেখেছেন পৃথিবীর প্রায় ১.১২ বিলিয়নের বেশি মানুষ। রাশিয়া বিশ্বকাপের পুরো টুর্নামেন্ট দেখেছেন ৩.৫ বিলিয়ন!
বিশ্বকাপ ছাড়া প্রতিনিয়ত উয়েফা ইউরো, কোপা আমেরিকা মিলিয়ে আন্তর্জাতিক ও বিভিন্ন ক্লাব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্ব ক্রীড়াঙ্গনের প্রতিযোগিতামূলক ও উত্তেজনাকর খেলাটিকে আরো বেশি আকর্ষণীয় ও জনপ্রিয় করতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সব সময়ই সচেষ্ট থাকে। ফিফার অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) নিয়মিত খেলাটির নিয়মকানুনের দিকটি দেখভাল করে। এবার, ফুটবলকে আরও দ্রুতগতির, আরও আকর্ষণীয় করে বেশি মানুষের কাছে পৌছে দিতে নতুন নিয়মের চিন্তা করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।
সমপ্রতি স্প্যানিশ পত্রিকা মুন্ডো দেপার্তিভোর বরাতে জানা যায়, ফুটবল খেলা আরও বেশি উত্তেজনা তৈরি করতে বেশকিছু নিয়ম পরিবর্তন করতে চাচ্ছে ফিফা। এই জন্য ফুটবলে নতুন মোট পাঁচটি নিয়ম পরিবর্তনের প্রস্তাবনা দিয়েছে আইএফএবি। একনজরে দেখে নেয়া যাক নিয়মগুলো:
# একশো বছরেরও বেশি সময় ধরে ফুটবলে ৯০ মিনিটে খেলার প্রচলন হয়ে আসছে। এতদিন দুই অর্ধে ৪৫ মিনিট করে খেলা হতো। তবে ফিফার নতুন প্রস্তাবিত নিয়মে, খেলা হবে দুই অর্ধে ৩০ মিনিট করে মোট ৬০ মিনিটে।
# বল খেলার/মাঠের বাইরে যাওয়ার সাথেই সাথেই ম্যাচের সময় গণনার ঘড়ি বন্ধ হয়ে যাবে। এতদিন মাঠে খেলা চলাকালীন সময়ে যত সময় নষ্ট হতো, নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত মিনিটের মাধ্যমে তা পুষিয়ে নেয়া হতো।
# ফিফার নতুন প্রস্তাবিত নিয়মে, খেলায় অনির্দিষ্ট খেলোয়াড় বদলি করা যাবে। এতদিন ফুটবলে কেবল ৩ জন ফুটবলার বদলি করা যেত। তবে, গেল বছরে করোনা হানা দেয়ার পর খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা ভেবে তা ৫ জন করা হয়। নতুন নিয়মে যদি খেলা শুরু হয়তবে দলগুলি যতখুশি তত খেলোয়াড় বদলি করতে পারবে।
# মাঠের যেকোন প্রান্তে থ্রো-ইন করতে হবে পা দিয়ে। সাধারণত, ফুটবলের বর্তমান নিয়ম অনুযায়ি থ্রো-ইন হাত দিয়েই করা হয়।
# বর্তমানে ফুটবলে নিয়ম অনুসারে, প্রথমবার হলুদ কার্ড দেখলেও খেলোয়াড়ের খেলা চালিয়ে যেতে পারে। এক ম্যাচে টানা দুই হলুদ কার্ড দেখলে লালকার্ড দেখে সরাসরি মাঠ ছাড়তে হয়। ফিফা প্রস্তাবিত নিয়মে এবার কোন খেলোয়াড় হলুদ কার্ড দেখলেই পাঁচ মিনিটের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে।