নিজস্ব প্রতিবেদকঃ দেশে আটকা পড়া প্রবাসীদের ফেরাতে বিমানবন্দরে রেপিড পিসিআর ল্যাব স্থাপন, বিমানের ভাড়া হ্রাস, বিমানবন্দরে হয়রানি বন্ধ, প্রবাসীদের সুরক্ষা ও প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে পাঠানোর ব্যবস্থা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলো বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংযুক্ত আরব আমিরাত।
গতকাল রবিবার (৫ সেপ্টেম্বর) আমিরাত যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এসময় তারা বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রবাস বান্ধব সরকার বেকায়দায় পড়ুক তা কাম্য নয়। স্বাধীনতার ৫০ বছরে এসে শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের উন্নয়ন করে যাচ্ছেন তা অনেকের সহ্য হচ্ছে না। তারা বিভিন্নভাবে সরকারকে বেকায়দায় ফেলতে চায়। পিসিআর ল্যাব স্থাপনের ক্ষেত্রে বিলম্ব হওয়াটাও সরকারকে বেকায়দায় ফেলার কৌশল হতে পারে বলে সংবাদ সম্মেলনে জানান।
তারা বলেন শেখ হাসিনার সরকার প্রবাসীদের সম্মানসূচক প্রণোদনা দিচ্ছে, করোনায় চাকুরী হারানো প্রবাসীদের সম্মানির পাশাপাশি ঋণ প্রদান করছে। প্রবাসীদের বিমান ভাড়া কমানো জরুরি ও বিনা টাকায় লাশ প্রেরণেরও ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আইয়ুব আলী বাবুল, ইউ.এ.ই আওয়ামী লীগের উপদেষ্টা সাইফুদ্দিন আহমেদ, ইউ.এ.ই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন কাউছার, সংযুক্ত আরব আমিরাত যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফি, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোহাম্মদ আলী, ইউ.এ.ই যুবলীগের সহ-সভাপতি তাজ উদ্দিনসহ আরো অনেকেই।