দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে আজ রোববার (২৬ অক্টোবর) ৪৬১ কোটি টাকার ঘরে নেমে এসেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এদিন পতন হয়েছে ডিএসইর সব ধরনের সূচকের। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৩ পয়েন্ট। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে।
ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম ৬ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৯ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান ফিরে পতনে। লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা ৩১ মিনিটে সূচক ডিএসইএক্স পতন হয় ১১ পয়েন্ট। সেই সূচকের পতন পরে আরও বাড়ে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ২২ দশমিক ৯১ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ১২৬ দশমিক ৯৭ পয়েন্টে। ডিএসইএস সূচক চার দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৩ দশমিক ৭৬ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ১১ দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৮৬ দশমিক ৬৯ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৪৬১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ তিন হাজার ৬৯৯ কোটি ১৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ পাঁচ হাজার ৩৪৩ কোটি তিন লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৯৮টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৯টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির ১৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৮৮ লাখ টাকা, ডরিন পাওয়ারের ১৩ কোটি ৪৭ লাখ টাকা, রবি আজিয়াটার ১১ কোটি ৬৯ লাখ টাকা এবং সিটি ব্যাংকের ১০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফাস ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে হাক্কানি পাল্পের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ।
