দেশের সব টিভি চ্যানেলকে একটি প্ল্যাটফর্মে দেখার জন্য নতুন অ্যাপ এসেছে বাজারে। পালকি নামে উন্মোচিত হওয়া অ্যাপটির লক্ষ্য সারা বিশ্বের বাংলাদেশিদের সংযুক্ত করা। নিউইয়র্কভিত্তিক টিবিএন চ্যানেল এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) মিলে তৈরি করেছে এই পালকি অ্যাপ।
‘হাতের মুঠোয় বাংলাদশ’ স্লোগান নিয়ে অ্যাপটির উন্মোচন উপলক্ষে নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় সম্প্রতি একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এতে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মাধ্যমে পরিচালিত বাংলাদেশের ৩৯টি চ্যানেল এবং টিবিএন২৪ টেলিভিশন দেখতে পারবেন দর্শকরা। উদ্যোক্তারা জানান, পালকি এই অ্যাপটিকে পৃথিবীর যেকোনও প্রান্ত থেকে অ্যান্ড্রয়েড বা আইফোনে ডাউনলোড করে চ্যানেলগুলো দেখা যাবে।
Drop your comments: