নৌকা মার্কায় ভোট চেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার ক্ষমতায় এসে ডিজিটাল বাংলাদেশ করেছেন, আরেকবার ক্ষমতায় এসে তিনি উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে চান। বাংলাদেশকে আমেরিকা, ইউরোপের মতো দেশে রূপান্তর করতে চান, সেই স্বপ্ন বাস্তবায়নের আপনারা নৌকা মার্কায় আবার ভোট দিন।’
আজ সোমবার (২৩ অক্টোবর) দুপুরে জামালপুরের মাদারগঞ্জে ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এসব কথা বলেন।
মির্জা আজম বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনা তাঁর নতুন স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়তে চান।’ মির্জা আজম আরও বলেন, ‘জিয়াউর রহমান ছয় বছর ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। যে জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা আত্মহুতি দিয়েছিলেন, সেই স্লোগানকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। স্বাধীনতা দিবস, বিজয় দিবসের আলোচনায় বঙ্গবন্ধুর নাম নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান পাকিস্তানি ভাবধারায় পাকিস্তান জিন্দাবাদের আদলে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান নিয়ে আসে। এরই ধারাবাহিকতায় স্বাধীনতাবিরোধীরা আজও রাজনীতিতে সক্রিয়।’
মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী এস এম ফাজিল মাদ্রাসা মাঠে ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে মাদারগঞ্জ উপজেলা পরিষদ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালের সভাপতিত্বে মতবিনিময় সভায় জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, জামালপুর ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ গোলাম রব্বানী, মাদারগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক অরুণ কুমার সাহা প্রমুখ বক্তব্য দেন।