বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ির উপজেলার খাংতাম পাড়া এলাকায় দুই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে ৮জন নিহত হয়েছে।
আজ দুপুরে এই ঘটনা ঘটেছে। রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি ) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনার সংবাদ পাওয়ার পরপরই নিহতদের লাশ উদ্ধার করতে রোয়াছড়ি সদর থেকে পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। এদিকে এই ঘটনার পরপরই ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম জানান ,পাহাড়ের দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে তবে কারা এই ঘটনা ঘটিয়িছে এবং নিহতদের নাম পরিচয় খুজে বের করতে পুলিশের তদন্ত শুরু হয়েছে।
এর আগে বুধবার (২২ মার্চ) বিকেলে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সদর ইউপির ৮নম্বর ওয়ার্ডের রামথা পাড়ার জঙ্গল থেকে পাড়া প্রধান থনচুল বমের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে রোয়াংছড়ি থানা পুলিশ।