মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্রের করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকালে ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের বল্লা কোলনীপাড়া নামকস্থানে।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়,উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা মৃত-রহিম বক্সের ছেলে জোহর আলী (৫৫) ও তার ছেলে আক্তারুজ্জামান (৩০) তাদের ব্যবহৃত পালসার মোটরসাইকেল যোগে ঝিকরগাছায় যাচ্ছিলেন।
এসময় বিপরিত দিক থেকে আসা বাঁকড়াগামী একটি পিকআপ সজোরে ধাক্কা দিলে পিতা-পুত্র মারাত্বক ভাবে আহত হয়। স্থানীয়রা পিতা-পুত্রকে উদ্ধার করে মারাত্তক ভাবে আহত পিতা-পুত্রকে ঝিকরগাছা হাসপাতালে নিয়ে যায়।
সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা পিতা জোহর আলীকে মৃত ঘোষণা করেন এবং পুত্র আক্তারুজ্জামানকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় পুত্র আক্তারুজ্জামান মৃত্যুবরন করে। এঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।