সাদেক রিপন, কুয়েত থেকে: মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে কুয়েতে দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছিল মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়।
তবে স্বাস্থ্যবিধি মেনে জুমার নামাজ আদায়ের জন্য শুক্রবার থেকে দেশটির সব মসজিদ খুলে দেয়া হয়েছে। করোনাকালে স্বাভাবিক জীবনে ফেরার তাগিদে পাঁচ ধাপ কর্মসূচি ঘোষণা করেছিল কুয়েত সরকার।এরই অংশ হিসেবে আগেই মসজিদে ওয়াক্ত নামাজ আদায়ের জন্য অনুমতি দেয়া হয়।
এবার শুক্রবার মসজিদগুলো খুলে দেয়া হয়েছে জুমার নামাজ আদায়ের জন্য। এ অনুমতি দিয়েছে দেশটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (আওয়াকাফ)।যে সব মসজিদে গুলোতে ওয়াক্ত নামাজ হয়- এ রকম মোট ১৫৫টি মসজিদে জুমার নামাজ আদায় করেন স্থানীরাসহ বিভিন্ন দেশের মুসল্লিরা।
শরীরের তাপমাত্রা চেক করার পর মসজিদে প্রবেশ করতে দেয়া হয়।মুসল্লিরা মসজিদে আসার আগে বাসায় অজু করে সামাজিক দূরত্ব বজায় রেখে জায়নামাজসহ মসজিদে আসেন। নামাজের ৩০ মিনিট আগে মসজিদ খোলা হয়।
তবে যে সব মসজিদে বাংলা ভাষাসহ বিভিন্ন দেশের ভাষায় জুমার খুতবা পাঠ করা হতো সেগুলো পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। প্রত্যেক মসজিদে আরবি ভাষায় খুতবা পাঠ করা হয়।