April 25, 2024, 7:42 pm

বন্যা মোকাবিলায়ও সরকার উদাসীনঃ রিজভী

  • Last update: Saturday, July 18, 2020

করোনার মতো বন্যা মোকাবিলায়ও সরকার উদাসীন ও নির্লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘শুধু রিলিফ সার্ভিস ছাড়া সরকার এখন পর্যন্ত কোনও উদ্যোগই গ্রহণ করেনি। বন্যা উপদ্রুত মানুষগুলোর জন্য ত্রাণের ব্যবস্থা না থাকায় তারা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।’

শনিবার (১৮ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

করোনার আক্রান্ত মানুষের প্রতি সরকারের যেমন কোনও দায়বদ্ধতা নেই ঠিক তেমনি বন্যা কবলিত লাখ লাখ অসহায়ের বিষয়েও সরকারের ভ্রুক্ষেপ নেই দাবি করেন রিজভী।

তিনি আরও বলেন, ২৩ দিন ধরে বন্যা পরিস্থিতির কোনও উন্নতি নেই। বরং দিনকে দিন বন্যা প্রলয়ংকারী রূপ ধারণ করছে। প্রায় ২০-২৫টি জেলার বিস্তীর্ণ অঞ্চল পানিতে ডুবে গেছে। ফসল আবাদ করে যে মানুষগুলো স্বচ্ছলভাবে জীবনযাপন করতো তারা এখন আশ্রয়কেন্দ্রে দু’মুঠো খাবারের জন্য হাহাকার করছে।

নদী ভাঙ্ন রোধে সরকারের কোনও তৎপরতা নেই বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ভাঙনের শিকার অসহায় মানুষগুলোকে সহায়তা করতে সরকারি যন্ত্রের শৈথিল্য পরিস্থিতিকে চরম অবনতির দিকে ঠেলে দিয়েছে। বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানি, প্রয়োজনীয় ওষুধ ও খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। এমনকি গবাদি পশু ও শিশু খাদ্যের সংকটও চরম মাত্রায় বিরাজমান।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC