কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে অভিনব কায়দায় গার্মেন্টস শ্রমিকদের ঢাকা পাঠানো প্রতারক বেলালকে আটক করে ২০,০০০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।প্রতারক বেলাল উপজেলার ব্যাপারীরহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কৃষি শ্রমিকের আড়ালে গার্মেন্টস শ্রমিকদের ঢাকা পাঠানো প্রতারক মোঃ বেলাল হোসেনকে আটক করে নাগেশ্বরী থানা পুলিশ।
জানা গেছে,সরকারী নির্দেশনা মোতাবেক ঢাকার বাইরে থেকে কোন গার্মেন্টস শ্রমিককে কাজে যোগদানের জন্য বলা হয়নি।কিন্তু নাগেশ্বরী থেকে কৃষি শ্রমিক পাঠানোর জন্য ভাড়া করা বাসে ২০-২৫ জন গার্মেন্টস শ্রমিক উঠিয়ে জনপ্রতি ১১০০ টাকা নিয়ে কৃষি শ্রমিকের আড়ালে তাদেরকে ঢাকায় পাঠানোর চেষ্টা করে ওই প্রতারক।পুলিশী চেকপোস্টে ঢাকামুখী গাড়ি থেকে গার্মেন্টস শ্রমিকদের আটক করে। পরে তাদের টাকা ফেরত দিয়ে নিজ নিজ বাড়ীতে পাঠিয়ে দিয়ে ওই প্রতারককে আটক করে পুলিশ।
এঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর আহমেদ মাছুম জানান,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতারক বেলালকে ২০,০০০হাজার টাকা জরিমানা করা হয়েছে।