মঈন নাসের খাঁন (রাফি), কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লায় মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক সোনালী সকাল পত্রিকার তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে এক বর্ণিল সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের রাজগঞ্জ এলাকায় দৈনিক সোনালী সকাল পত্রিকার অফিসে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইকরাম । তিনি বলেন, দৈনিক সোনালী সকাল গণমানুষের পত্রিকা হয়ে যুগ যুগ ধরে টিকে থাকবে বলে আমার বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সোনালী সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু নাসের খাঁন (পলাশ)। তিনি বলেন, পত্রিকাটি ২০২১ সালের ৮ই নভেম্বরে আনুষ্ঠানিক ভাবে কুমিল্লায় যাত্রা শুরু করে। আমরা সবসময় বষ্টুনিষ্ঠ সংবাদ পরিবেশন করি। আমরা গণমানুষের কথা বলি। মানুষের সুখ-দুঃখ তুলে ধরি এই আমাদের প্রত্যাশা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: দেশ টিভির জেলা প্রতিনিধি সুমন কবির, দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, কুমিল্লা টুডে নিউজ এর সম্পাদক তৌহিদ খন্দকার তপু, দৈনিক যুগের কন্ঠস্বরের জেলা প্রতিনিধি মঈন নাসের খাঁন (রাফে), দৈনিক সোনালী সকাল এর স্টাফ রিপোর্টার অন্তরা, অন নিউজ ২৪ এর স্টাফ রিপোর্টার সুমন, পিএম টিভির সহ – সম্পাদক মাসুম মোল্লা, পিএম টিভির জেলা প্রতিনিধি আবদুল রহমান সাইফ সহ অন্যান্যরা।