ইউরো চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল স্পন্সর কোকাকোলা। কিন্তু সংবাদ সম্মেলনে এসে কোকের বোতল সরিয়ে দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে কোকাকোলা প্রতিষ্ঠান।
এ ঘটনার পর হঠাৎই তাদের শেয়ারের দাম কমে যায়।
বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোনালদোর এই কাণ্ডের পর নতুন করে আলোচনায় এসেছেন ফ্রান্সের ফুটবলার পল পগবা।
সংবাদ সম্মেলনে এসে অপছন্দের পানীয়র বোতল সামনে থেকে সরিয়ে দিলেন ফ্রান্সের এই তারকা মিডফিল্ডার। রোনালদোর কোকের বোতল সরানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই বিয়ারের বোতল সরিয়ে দিলেন পগবা।
Drop your comments: