রিমন মেহেবুব রোহিত, কক্সবাজারঃ কক্সবাজারের উখিয়া থেকে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ তিন কারবারিকে আটক করেছে র্যাব। রোববার (২২ মে) বিকেলে উখিয়া-টেকনাফ সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উখিয়ার বালুখালীর মৃত সৈয়দ কাশেমের ছেলে মো. ইসমাইল জয়নাল (২২), উপজেলার খারাইংঘোনার মো. ইসমাঈলের ছেলে মো. জসিম উদ্দিন (২৫) ও ঘোনারপাড়ার নুর মোহাম্মদের ছেলে জোবায়েদ উদ্দিন (২১)।
র্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া-টেকনাফ সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় একটি টমটম তল্লাশি করে ইসমাইল, জসিম ও জোবায়েদকে আটক করে। এসময় জয়নালের কাছ থেকে উদ্ধার প্লাস্টিকের বস্তার ভেতরে ইট সদৃশ স্কচটেপ ও কাগজ মোড়ানো পোটলা থেকে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
পরে গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।