ইসরায়েলের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত আমিরাতের দূতাবাস থেকে এক টুইট বার্তায় বলা হয়, ৭৩তম স্বাধীনতা দিবসে ইসরায়েল ও তার জনগণকে আমিরাতের শুভেচ্ছা।
জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন।
হিব্রু ক্যালেন্ডার অনুযায়ী, গত বৃহস্পতিবার ইহুদিবাদী দেশটি তাদের স্বাধীনতা দিবস পালন করেছে। ১৯৪৮ সালে ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হয়। খবর আল আরাবিয়া ও আরব নিউজের।
অন্যদিকে ফিলিস্তিনিরা এ দিবসটিকে ‘নাকবা’ বা প্রতিরোধ দিবস হিসেবে পালন করে আসছে। গ্রেগরীয় ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৫ মে ৭৩তম নাকবা দিবস উদযাপন করবে ফিলিস্তিন।
আরব আমিরাতের এ শুভেচ্ছা বাণী নিয়ে বিভিন্ন দেশে চলছে সমালোচনা।
Drop your comments: