আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গার পাচুড়িয়া ইউনিয়নের বাশতলা মধুমতি নদী থেকে অজ্ঞাত বস্তাবন্দি পুরষের মরদেহ উদ্ধার করছে আলফাডাঙ্গা থানা পুলিশ। রবিবার (২২ অক্টোবর) আলফাডাঙ্গা উপজেলার বাশতলা খেয়াঘাট এলাকার মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, আলফাডাঙ্গা উপজেলার বাশতলা খেয়াঘাট এলাকার মধুমতি নদীতে ওই পুরুষের মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Drop your comments: