ফরিদপুর প্রতিনিধিঃ আলফাডাঙ্গা থানাধীন বেড়ীরহাট বাজারের মেইন রাস্তার উপর জনৈক মিজানুর রহমান সরদার, রঞ্জু ও জালাল গ্রুপের মধ্যে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে পূর্বের মামলায় জামিনে ফেরা আসামীরা ৪ জুন (শুক্রবার) বিকাল আনুমানিক ৫ টার দিকে আলফাডাঙ্গা থানাধীন বেড়ীরহাট বাজারে প্রায় ২ শতাধিক লোক নিয়ে মিটিং করে।
এর মধ্যে এক গ্রুপের লোকজন পুলিশকে সংবাদ দিলে জরুরী ডিউটিতে নিয়োজিত থাকা এসআই (নিঃ) প্রশান্ত কুমার সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে যায়। এরপরপরই এসআই মুনজুর আহমেদ ও এএসআই জামালউদ্দিন ঘটনাস্থলে গিয়ে পৌছায়।
ততক্ষণে ৩ গ্রুপের লোকজনের মধ্যে দাঙ্গার সূচনা ঘটে। পুলিশ আইন শৃংখলা নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে কিছুলোকের ইট পাটকেলের আঘাতে এসআই মুনজুর আহমেদ ও এএসআই জামাল উদ্দিন আহত হয়। পরবর্তীতে পুলিশের জান মালের নিরাপত্তার লক্ষ্যে উত্তেজিত জনতার উপর পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে সেখানে আইন শৃংখলা স্বাভাবিক আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
উল্লেখ্য যে, আহত এসআই (নিঃ) মুনজুর আহমেদ ও এএসআই (নিঃ) মোঃ জামাল উদ্দিনকে চিকিৎসার জন্য আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, এবং বেডিরহাট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ জালাল সরদার, নিজাম উদ্দিন ও মহসিন খানকে আটক করা হয়েছে।