আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। গত ২৯ অক্টোবর রাত সাড়ে দশটার সময় একরাম মিয়া ও তার ছেলে ইয়াছিন মিয়া মহিষারঘোপ বাজার থেকে তাদের চায়ের দোকান বন্ধ করে মটর সাইকেল যোগে বাড়িতে যাওয়ার সময় হিন্দুল গুরুপের রিপন সরদার (২৭) নাজিম সরদার (১৮) উভয়ের পিতা বাদশা সরদার, বিপুল সরকার (২৪) চঞ্চল সরকার (১৯) উভয় পিতা মোহাম্মদ সরকার,রবিউল ফকির (২৪)কাসেম ফকির (২২) উভয় পিতা জয়েন ফকির, আজিজুল শেখ(২৫) আজমল শেখ (২৩) উভয় পিতা ইমান শেখ,নান্নু শেখ (৩৫)পিতা মৃত্যু কালাই শেখসহ ১৫/২০ জন তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। আহতদের আত্ম চিৎকারে প্রতিবেশিরা দুইজনকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলাকারীরা সকলেই বারইপাড়া গ্রামের বাসিন্দা।
উক্ত ঘটনার জের ধরে ৩০ অক্টোবর জয়েন ফকির (৫৫) পিতা ইয়াছিন ফকির, কাসেম ফকির (২২)রবিউল ফকির (২৮) উভয় পিতা জয়েন ফকির ওদের বাড়ি ঘর আসবাবপত্র ভাংচুর করিয়া আনুমানিক দেড় লক্ষ টাকার ক্ষতি করে। উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বতর্মান পরিস্থিতি শান্ত।