![InShot_20231022_133010877](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/10/InShot_20231022_133010877.jpg)
আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার দিগনগর বাজার সংলগ্ন পবনবেগ মালো পাড়ার সুজিৎ মালোর একটি মাত্র টিনের বসতঘরসহ মূল্যবান জিনিসপত্র আগুনে পুড়ে গেছে।
রবিবার (২২ অক্টোবর) আনুমানিক সকাল ১১টার সময় আকস্মিক ভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বাড়ির মালিক সুজিৎ মালো (৬০) ছাড়া, বাড়িতে আর কেউ ছিলনা। হঠাৎ ঘরের ভিতরে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রন করার চেষ্টা করে ব্যর্থ হয়। চোখের পলকে পুরো ঘর ও ঘরের মালামাল আগুনে ভস্মীভূত হয়ে যায়।
তাৎক্ষণিক আশেপাশের লোকজন বোয়ালমারী ফায়ার সার্ভিস অফিসে এবং আলফাডাঙ্গা থানায় ফোন করে বিস্তারিত জানালে,থানার এসআই ইউনুছ সঙ্গীয় ফোর্স নিয়ে ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট সংবাদ পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণের জন্য আসলেও ততক্ষণে পুড়ে ছাই। ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল খালেক সাংবাদিকদের জানান, ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
বাড়ির মালিকের নিকট ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, পূজার হওয়ায় অনেক মূল্যবান জিনিসপত্র ঘরে ছিল যার মূল্য প্রায় পাঁচ লাখ টাকার মত।
এ সংবাদ পেয়ে গোপালপুর ইউপি পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম ছুটে আসেন এবং দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন ।