May 17, 2024, 11:28 am
সর্বশেষ:

আজ থেকে দেশে রেমিট্যান্স পাঠালে মিলছে ৫ শতাংশ প্রণোদনা

  • Last update: Sunday, October 22, 2023

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে সরকারের আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি অতিরিক্ত আরও আড়াই শতাংশ প্রণোদনা দিচ্ছে ব্যাংকগুলো। এর ফলে এখন থেকে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে ৫ শতাংশ প্রণোদনা মিলছে।

রোববার (২২ অক্টোবর) থেকে দেশের ব্যাংকগুলোতে এটি কার্যকর হয়েছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলের চেয়ে হুন্ডিতে বেশি দামে প্রবাসীরা ডলার পাঠাতেন। সেখানে এক ডলারে ১১৫ টাকা পর্যন্ত পেতেন প্রবাসীরা। অন্যদিকে ব্যাংকে এক ডলারের ওপর আড়াই শতাংশ প্রণোদনা ধরে পাওয়া যেত ১১৩ টাকা ২৬ পয়সার কিছু বেশি। নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ায় এখন থেকে ব্যাংকিং চ্যানেলেই রেমিট্যান্সের এক ডলারে মিলবে ১১৬ টাকার কিছু বেশি। এর ফলে প্রবাসীরা বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে আগ্রহী হবে।

এর আগে, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) এক ভার্চুয়ালি সভায় অতিরিক্ত আরও আড়াই শতাংশ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে চলতি মাস অক্টোবরেও আশানুরূপ রেমিট্যান্স আসছে না। অক্টোবরের প্রথম ১৩ দিনে এসেছে ৭৮ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮ হাজার ৫৫৪ কোটি ১৪ লাখ টাকা। রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে ১৮৬ কোটি ডলার প্রবাসী আয় আসবে।

অন্যদিকে সংকটে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রতিনিয়ত কমছে। এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ প্রায় ১১ কোটি ডলার কমে ২১ বিলিয়ন ডলারে নেমেছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC