আজিজুর রহমান দুলালঃ “আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ ” এই পতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মার্চ) সকাল ১০টায় আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে বীমা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বীমার গুরুত্ব পর্যালোচনা শীর্ষক বিয়য়ে আলোচনা করা হয়।
সকাল ১০:৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার মো: রফিকুল হকের নেতৃত্বে উপজেলা চত্ত্বর থেকে র্যালীটি বের হয়, এরপর শুরু হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রফিকুল হকের সভাপতিত্বে ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি: আলফাডাঙ্গা শাখার পরিচালক ও জি.এম. (উন্নয়ন) মো: হারুনুর রশিদ এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেখ দেলোয়ার হোসেন, সমাজ সেবা অফিসার বজলুর রশিদ, উপজেলা ক্যাব এর সভাপতি মো: কবির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, যুব উন্নয়ন অফিসার কাজী দেলোয়ার হোসেন, সমবায় অফিসার অসীম কুমার নাগ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল, উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
বীমা গ্রহনকারী সুবিধাভোগী হিসেবে বক্তব্য রাখেন জেনিথ ইসলামী লাইফ ইনসুরেন্স লি: এর বি.এম. (উন্নয়ন) আমেনা বেগম।
এছাড়াও বীমার গুরুত্ব ও জাতীয় বীমা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড এর এস এম মুজাহিদুল ইসলাম সেলিম, রূপালী লাইফ ইনসুরেন্সের মো: রুবেল, ট্রাস্ট ইন্সুরেন্স কোম্পানির তৌহিদুল হক তিতু, সান লাইফ ইনসুরেন্সের মোহাম্মদ হোসেন প্রমূখ।
এ সময়ে হলরুমে ৮টি বীমা কোম্পানির বিভিন্ন পর্যায়ের প্রায় দুই শতাধিক কর্মি ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।