আব্দুল্লাহ আল শাহীন, ইউএইঃ সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসার পর এবার গ্রীন ভিসা চালু হয়েছে। এই ভিসার আওতায় যারা থাকবেন তারা কোম্পানির স্পন্সর ছাড়াই দেশটিতে কাজ করতে পারবেন।
গতকাল রবিবার (৫ সেপ্টেম্বর) কর্তৃপক্ষ জানিয়েছে, যাদের নতুন গ্রিন ভিসা রয়েছে তারা কোম্পানির স্পন্সরশিপ ছাড়াই কাজ করতে পারবেন। এছাড়া তারা নিজেদের অভিভাবক ও সন্তানদের স্পন্সর হতে পারবেন। তবে এক্ষেত্রে শিশুদের বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে পারবে।
বিদেশি বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী থানি আল-জেউদি বলেন, এই উদ্যোগের মূল টার্গেট হলো গতিশীল অর্থনীতি করা। গ্রিন ভিসার সুযোগ পাবেন উচ্চ দক্ষতা সম্পন্ন ব্যক্তি, বিনিয়োগকারী, বড় ব্যবসায়ী, উদ্যোক্তা এবং মেধাবী শিক্ষার্থী ও স্নাতকোত্তর।
এদিকে ২০১৯ সালে চালু হওয়া গোল্ডেন ভিসার সুযোগ লক্ষাধিক প্রবাসী কাজে লাগিয়েছেন। প্রবাসী ছাড়াও বিভিন্ন দেশের অর্থনীতিবিদ, সামাজিক ও বিনোদন জগতের লোকেরা গোল্ডেন ভিসা গ্রহণ করেছেন।