চট্টগ্রাম বিমানবন্দরে ব্যাগেজ সুবিধায় আসা একটি চালান থেকে ১৯ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিমানবন্দরের এয়ারফ্রেইট শাখা থেকে এসব সিগারেট জব্দ করা হয়।
চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার সুমন চাকমা স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কাস্টমস কর্মকর্তারা জানান, প্রবাসীরা দেশে আসার সময় ব্যাগেজ সুবিধায় কিছু পণ্য কার্গো ফ্লাইটে আনতে পারেন। এ সুবিধাকে অপব্যবহার করে অবৈধভাবে প্রায় ১ লাখ ১৯ হাজার শলাকা সিগারেট নিয়ে আসেন সুনামগঞ্জের প্রবাসী সাইফ উদ্দিন। তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে গত ৪ সেপ্টেম্বর দেশে আসেন।
সুমন চাকমা বলেন, ‘প্রবাসীদের ব্যাগেজ সুবিধার অপব্যবহারের বেশ কিছু প্রমাণ পাওয়ায় সম্প্রতি এসব পণ্যে নজরদারি বাড়ানো হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে যাত্রীর ব্যাগেজ থেকে ইজি ও মন্ড ব্র্যান্ডের এসব সিগারেট জব্দ করা হয়।’
এ ঘটনায় কাস্টমস আইনে বিভাগীয় মামলার পাশাপাশি জড়িতদের চিহ্নিত করা হবে বলে জানান তিনি।
কাস্টমস সূত্র জানায়, নিয়ম অনুযায়ী এসব সিগারেটের মান ভালো থাকলে বাংলাদেশ পর্যটন করপোরেশনে দেওয়া হয়, অন্যথায় ধ্বংস করা হয়।