করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে স্থগিত হওয়া ফ্লাইটগুলি পুনরায় চালু করেছে মিশর।ফ্লাইট চালু করার পরে জুলাইয়ের শুরুতে ৬,০০০ পর্যটক পেয়েছে মিশর।
এক বিবৃতিতে দেশটির পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় বলেছে যে আন্তর্জাতিক ফ্লাইট চালু করার পর অনেক পর্যটকমিশর আসছেন। ভ্রমণের উদ্দেশ্যে সুইজারল্যান্ড, ইউক্রেন এবং বেলারুশ থেকে আসা পর্যটকদের সংখ্যাই বেশি।
এতে আরও বলা হয়েছে, ফ্লাইট চালু হওয়ার পর এখন পর্যন্ত বিদেশী দর্শনার্থীদের মধ্যে কেউ ই করোনা পসিটিভশনাক্ত হননি।
মন্ত্রনালয়ের মুখপাত্র সুহা বাহগাত আরব নিউজকে বলেছেন যে, পর্যটকদের সংখ্যার আগমন মিশরের উপর তাদেরপূর্ণ আস্থার ইঙ্গিত দেয় এবং যে সরকার অন্যান্য দেশের প্রশংসা অর্জনকারী সরকার সেটা প্রমানিত।
তিনি আরও বলেন যে, দেশটি মিশরীয় পর্যটন খাত পুনরুদ্ধারের লক্ষ্যে প্রচলিত প্রচেষ্টা করেছে এবং বিদেশে মিশরের ভাবমূর্তি উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে।