অর্থপাচার প্রতিরোধে দুবাই বিশেষ আদালত গঠন করেছে বলে আমিরাতের মিডিয়া অফিস জানিয়েছে।
সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদের নির্দেশে গঠিত এই আদালত কোর্ট অব ফার্স্ট ইন্সট্যান্স এবং আপিল কোর্টের মধ্যে থাকবে। আর্থিক ব্যবস্থার অখণ্ডতা জোরদার করতে সংযুক্ত আরব আমিরাতের চাপের সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ফেডারেল সরকার গত ফেব্রুয়ারিতে অর্থপাচার বিরোধী এবং সন্ত্রাসবিরোধী অর্থায়নের নির্বাহী অফিস স্থাপন করে।
আমিরাতের মিডিয়া অফিস জানিয়েছে, দুবাইয়ের নতুন আদালতের লক্ষ্য হচ্ছে- ন্যায়বিচার ও স্বচ্ছতা বজায় রেখে সংযুক্ত আরব আমিরাত এবং দুবাইয়ের বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ানো।
এতে আরও বলা হয়েছে, নতুন আদালত অপরাধ মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাতের ব্যাপক প্রচেষ্টার অংশ হিসেবে অর্থ পাচারসহ আর্থিক অপরাধ মোকাবিলায় দুবাইয়ের প্রচেষ্টাকে সমর্থন করবে।
দুবাই আদালতের মহাপরিচালক তারেশ আল-মনসুরি বলেছেন, বিচারিক দক্ষতা উন্নত করা এবং বিচার প্রশাসনে শ্রেষ্ঠত্ব বৃদ্ধির অঙ্গীকারের অংশ নতুন আদালত।
আল-মনসুরি বলেন, অর্থপাচারের অপরাধের সংবাদ প্রদান করা একটি ব্যক্তিগত এবং সম্মিলিত দায়িত্ব। অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা রক্ষা এবং এই ধরনের অপরাধের মোকাবিলায় বিভিন্ন স্টেকহোল্ডারদের প্রচেষ্টাকে শক্তিশালী করতে সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্সের ফৌজদারি আদালতের প্রধান বিচারক আবদুল্লাহ আল-শামসি বলেছেন, নতুন বিশেষায়িত আদালত আর্থিক অপরাধীদের বিচারের আওতায় আনতে সংযুক্ত আরব আমিরাতের প্রচেষ্টাকে শক্তিশালী করবে।