আর্থিক সমস্যা মোকাবেলা করে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বলেছেন, অর্থনীতিতে সমস্যা আছে, যা চাইলেই রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তবে তা উত্তরণের চেষ্টায় কাজ করছে সরকার।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইনান্স করপোরেশনের সিইও হানি সালেম সনবলের সাথে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ বড় অর্থনীতির দেশ, তাই আর্থিক সমস্যা আছে। সরকার অর্থনীতির বিভিন্ন সঙ্কট মোকাবেলা করেই এগিয়ে যেতে কাজ করছে। আগে যে সমস্যাগুলো ছিল সেগুলোর মধ্যে বেশকিছু সমস্যার সমাধান হয়েছে।
ডলারের রেট কমিয়ে আনার বিষয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান এ এইচ মাহমুদ আলী ।
Drop your comments: