কুয়েতে করোনা মহামারীতে ছুটিতে থাকা প্রায় ৪০ হাজার বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিক আকামা হারিয়েছেন। দেশটির আবাসন বিষয়ক জ্যৈষ্ঠ কর্মকর্তা হামাদ রাশিদ আল তাওয়ালা বলেন, যারা ছুটিকালীন আকামার বৈধতা হারিয়েছেন, তারা নতুন ভিসা ছাড়া কুয়েত প্রবেশ করতে পারবেন না।
এমতাবস্থায় এই ৪০ হাজারের মধ্যে ১২ হাজার বাংলাদেশি প্রবাসী ছুটিতে থাকায়, তারা পড়েছেন চরম বিপাকে। এই দুর্যোগপূর্ণ মহামারীতে কুয়েত যেনো আসতে পারেন এইজন্য বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে সার্বিক সহযোগিতা কামনা করেছেন প্রবাসী শ্রমিকরা।
কুয়েতে বর্তমানে প্রায় তিন লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন। হাতে গোনা কয়েকজন ছাড়া তাদের সবাই বিভিন্ন অদক্ষ বা স্বল্প-দক্ষ পেশায় নিয়োজিত।
Drop your comments: