May 18, 2024, 6:03 pm
সর্বশেষ:
রামপালে ৬৩০ জন রোগী পেল বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ  চাল বিতরণে অনিয়মের দায়ে ইউপি সদস্য বরখাস্ত মোরেলগঞ্জের পোলেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ১৩ দোকান পুড়ে ছাই মৌলভীবাজারে নদী রক্ষার বাঁধ নির্মাণে দীর্ঘসূত্রতা ৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো: প্রধানমন্ত্রী বেনাপোলে দোয়াত কলম প্রতীকের নির্বাচনী গণসমাবেশ দেশজুড়ে আজ থেকে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যকর বিমানের সাবেক এমডিসহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট সরকারের জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস করেছে : প্রধানমন্ত্রী নির্বাচনের আড়াই বছর পর বিজয়ী হলেন পরাজিত প্রার্থী

সৌদি আরবে ঈদুল আজহা ৩১ জুলাই

  • Last update: Tuesday, July 21, 2020

সৌদি আরবের সর্বোচ্চ আদালতের এক ঘোষণায় আগামী ৩১ জুলাই (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা পালনের কথা জানানো হয়েছে। সোমবার (২০ জুলাই) চাঁদ দেখা কমিটির এক বৈঠক শেষে জানানো হয়েছে, এদিন কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আরবি বর্ষপঞ্জির ১১তম মাস জিলকদের ৩০তম বা শেষ দিন হবে মঙ্গলবার। আর আগামী বুধবার (২২ জুলাই) থেকে শুরু হবে বছরের শেষ এবং পবিত্র হজের মাস জিলহজ। এই মাসের দশ তারিখে ঈদুল আজহা পালন করা হয়ে থাকে। দেশটির সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আরবি চান্দ্র বর্ষপঞ্জির ১২তম ও শেষ মাস জিলহজ। প্রতিবছর এই মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী। তবে করোনাভাইরাসের মহামারির কারণে এই বছর হজ পালনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বছর কেবল সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের দশ হাজার মানুষ হজ পালনের সুযোগ পাচ্ছেন।

সোমবার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, মঙ্গলবার সূর্যাস্তের পর দেশটিতে জিলহজ মাসের চাঁদ স্পষ্টভাবে দেখা যাবে। এর অর্থ হলো ২২ জুলাই (বুধবার) থেকে শুরু হবে এ বছরের হজের মৌসুম। সেই হিসেবে এবারে ৩০ জুলাই (বৃহস্পতিবার) আরাফাত দিবস পালিত হবে। এদিন দেশটির মক্কা নগরীর আরাফাত ময়দানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন হাজিরা। এর পরদিনই দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের একদিন পর বাংলাদেশে মুসলমানদের অন্যতম এ উৎসব পালিত হয়। চাঁদ দেখার ওপর নির্ভরশীল এই উৎসবের তারিখ নির্ধারণে মঙ্গলবার (২১ জুলাই) সভা করবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC