তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন শিশির মনির

আইনজীবী শিশির মনির বলেছেন, বর্তমান কাঠামো অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার কথা থাকলেও তা এখন কার্যকর নয়।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঐতিহাসিক রায় ঘোষণার পর আপিলকারী জামায়াতে ইসলামী পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাই সনদ গণভোটে পাস হয়ে নতুন সংসদে সংবিধান সংস্কার সভায় যদি তা গৃহীত হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান ফরম্যাটে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবকিছু নির্ভর করবে গণভোটের ফল এবং সংসদীয় সংস্কার সভার সিদ্ধান্তের ওপর।

শিশির মনির আরও জানান, আজকের রায়ের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ফিরে এসেছে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে পুনরায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে। অর্থাৎ সংসদ ভেঙে দেওয়ার ১৫ দিনের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে।

আজ সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *