সংযুক্ত আরব আমিরাতে শিগগিরই শুরু হতে যাচ্ছে ড্রোনের মাধ্যমে খাবার সরবরাহ সেবা। অনলাইন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান তালাবাত (Talabat) এবং প্রযুক্তি কোম্পানি কে–টু (K2) যৌথভাবে এই নতুন উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। রাজধানী আবুধাবিতে পরীক্ষামূলকভাবে ড্রোন উড়িয়ে খাবার সরবরাহের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।
কে–টু–এর কৌশলবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ওয়ালিদ আল ব্লোশি জানিয়েছেন, তালাবাত অ্যাপে অর্ডার করলে ড্রোনটি নির্ধারিত রেস্তোরাঁ বা তালাবাত রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করে সরাসরি নির্দিষ্ট ড্রপ-অফ স্টেশনে (Drop-off Station) পৌঁছে দেবে। বর্তমানে দুটি ড্রোন পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে এবং অল্প সময়ের মধ্যেই গ্রাহক অর্ডার গ্রহণের পরিকল্পনা রয়েছে।
প্রথম পর্যায়ে ড্রোনগুলো কোনো বাসা বা অ্যাপার্টমেন্টের ছাদে অবতরণ করবে না; বরং শহরের নির্দিষ্ট কিছু ড্রপ-অফ পয়েন্টে খাবার পৌঁছে দেবে। পরীক্ষামূলক এই ড্রোনগুলো ৫ থেকে ১০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত উড়তে সক্ষম এবং ১০ থেকে ২০ কিলোগ্রাম পর্যন্ত ওজন বহন করতে পারবে।
আবহাওয়া ও আর্দ্রতা বিবেচনায় খাবারের প্যাকেজিং বিশেষভাবে তৈরি করা হয়েছে, যাতে যাত্রাপথে খাবারের মান অক্ষুণ্ণ থাকে। পাশাপাশি নিরাপত্তা ও বিমান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (GCAA) সঙ্গে সমন্বয় করে পুরো প্রকল্পটি পরিচালনা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে সংযুক্ত আরব আমিরাতে খাবার সরবরাহ সেবায় এক নতুন যুগের সূচনা হবে—যেখানে ড্রোন প্রযুক্তি খাবার ডেলিভারিকে আরও দ্রুত, নির্ভরযোগ্য ও আধুনিক রূপ দেবে।
