ইউএই এয়ারলাইন্সে ইলেকট্রনিক ডিভাইস বহনে নতুন বিধিনিষেধ

সংযুক্ত আরব আমিরাতের প্রধান তিন এয়ারলাইন্স—এমিরেটস, ইতিহাদ এয়ারওয়েজ এবং ফ্লাইদুবাই—ইলেকট্রনিক ডিভাইস বহন নিয়ে নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করেছে। লিথিয়াম-আয়ন ব্যাটারির সম্ভাব্য অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় এসব বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। খবর খালিজ টাইমস।

নতুন নীতিমালা অনুযায়ী, পাওয়ার ব্যাংক, স্পেয়ার ব্যাটারি ও ড্রোন চেক-ইন লাগেজে বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো শুধুমাত্র হাতে বহনযোগ্য লাগেজে নেওয়া যাবে এবং অবশ্যই বন্ধ রাখতে হবে।

এ ছাড়া কিছু নির্দিষ্ট ল্যাপটপ মডেল, বিশেষ করে যেসব ডিভাইসের ব্যাটারি রিকল করা হয়েছে, সেগুলোও আর চেক-ইন লাগেজে রাখা যাবে না। যাত্রীদের ভ্রমণের আগে এয়ারলাইন্সের প্রকাশিত তালিকা দেখে নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

এয়ারলাইন্সগুলো জানিয়েছে, লিথিয়াম ব্যাটারি-চালিত যন্ত্রপাতি থেকে আগুন লাগার ঘটনা বিশ্বজুড়ে বাড়ছে। আন্তর্জাতিক ফ্লাইটে এমন ঘটনায় কয়েকটি বিমান মাঝপথে জরুরি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। ফলে যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কঠোর নীতি গ্রহণ করা হয়েছে।

যাত্রীদের সতর্ক করে বলা হয়েছে—

  • ভ্রমণের আগে কোন ডিভাইস চেক-ইন বা ক্যারি-অন লাগেজে নেওয়া যাবে, তা যাচাই করতে হবে।
  • ভুলভাবে প্যাক করা ডিভাইস বিমানবন্দরে বাজেয়াপ্ত হতে পারে।
  • ব্যাটারি-চালিত যন্ত্রপাতি অবশ্যই বন্ধ এবং নিরাপদভাবে বহন করতে হবে।

এয়ারলাইন্সগুলো যাত্রীদের নিজের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভ্রমণের স্বার্থে নতুন নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *