দুবাই রাইড ২০২৫ উপলক্ষে রবিবার বন্ধ থাকবে একাধিক সড়ক

দুবাইয়ে অনুষ্ঠিতব্য সাইক্লিং ইভেন্ট ‘দুবাই রাইড ২০২৫’ উপলক্ষে আগামী রবিবার (২ নভেম্বর) সকালে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (RTA)।

সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়কগুলো শনিবার ভোর ৩টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত যান চলাচলের জন্য বন্ধ থাকবে।

বন্ধ থাকা সড়কগুলোর মধ্যে রয়েছে—

– শেখ জায়েদ রোডের ট্রেড সেন্টার রাউন্ডঅ্যাবাউট থেকে আল হাদিকা রোড ব্রিজ পর্যন্ত।

– লোয়ার ফাইন্যান্সিয়াল সেন্টার রোডের শেখ জায়েদ রোড থেকে আল খাইল রোড পর্যন্ত অংশ।

– শেখ মোহাম্মদ বিন রাশিদ বুলেভার্ডের একটি নির্দিষ্ট অংশ।

RTA জানায়, বিকল্প সড়ক হিসেবে চালকরা আপার ফাইন্যান্সিয়াল সেন্টার রোড, জাবিল প্যালেস রোড, আল ওয়াসল রোড, আল খাইল রোড ও আল আসায়েল স্ট্রিট ব্যবহার করতে পারবেন।

প্রতিষ্ঠানটি নাগরিকদের অনুরোধ করেছে, নির্ধারিত সময়ে যাতায়াতের পরিকল্পনা আগেই করে নিতে এবং রুট পরিবর্তনের বিষয়টি আগে থেকেই জেনে নিতে।

উল্লেখ্য, দুবাই রাইড ২০২৫ হচ্ছে চলমান Dubai Fitness Challenge 2025-এর অংশ। এ আয়োজনে হাজারো সাইক্লিস্ট শেখ জায়েদ রোডে অংশ নেবেন, যার লক্ষ্য শহরজুড়ে স্বাস্থ্যকর ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা।

Facebook Comments Box
Share: