December 4, 2024, 2:40 pm
সর্বশেষ:
Strategico hosts insightful panel on AI’s transformative power at Global Media Congress 2024 বান্দরবানে জায়গা দখলের অভিযোগে সাবেক মন্ত্রী তাজুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাতারে গণিত প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুলের উছাইওয়াং-এর সাফল্য ইসকন নিষিদ্ধোর দাবিতে আলফাডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ বান্দরবানে তৌজিভুক্ত ভূমির লিজ ৯৯ বছরে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামের উলিপুরে সকল ধর্মের সম্প্রতি রক্ষায় মতবিনিময় সভা বাংলাদেশ মেইল ২৪ এর বর্ষসেরা মাল্টিমিডিয়া রিপোর্টার নির্বাচিত ফরিদপুর জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন সাজু বান্দরবানে ১২০টাকার বিনিময়ে পুলিশে চাকরি পেল ১১জন সোনারগাঁও জামপুরে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ এপেক্স ক্লাব অব বাংলাদেশের জেলা তিন এর সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কনস্যুলেট এবং কনস্যুলেট লেডিস গ্রুপের আয়োজনে মতবিনিময় ও ইফতার

  • Last update: Tuesday, April 2, 2024

বাংলাদেশ ভবন দুবাই এর চত্বরে বাংলাদেশ কনস্যুলেট এবং বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপের আয়োজনে এই মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, ‘রমজান মাস সংযমের মাস, আত্মশুদ্ধির মাস। রমজানকে ঘিরে সমাজে নানা পরিবর্তন লক্ষ্য করা যায়। সারাদিন রোজা রাখার পর গরিব অসহায় মানুষের সাথে ইফতার ভাগাভাগি করার ব্যাপারটা আসলে অত্যন্ত ভাগ্যের এবং সাওয়াবের কাজ। এ সকল মানবতা এবং সহযোগিতা মুলক কাজে সব সময় এগিয়ে আসা সবার কর্তব্য ।”

তিনি বলেন, ‘আমিরাতের আইন কানুন মেনে সঠিকভাবে নিজের কাজ চালিয়ে যেতে হবে। এখানে কোনোরকম সমস্যা হলে আপনারা কনস্যুলেটের সহযোগিতা নিতে একটুও পিছপা হবেন না৷ মিশনের কাজই হলো আপনাদের সেবা প্রদান করা।’

মোহাম্মদ নাজমুল হকের সঞ্চালনায় বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন তার দিকনির্দেশনামূলক আলোচনায় নারী কর্মীদের বিভিন্ন পরামর্শ দেন৷ বিশেষ করে আরব আমিরাতে কোন কাজের জন্য কোন অফিসে যেতে হয়৷ এসব বিস্তারিত তুলে ধরেন। আরো বলেন ‘দেশের ন্যায় বিদেশের মাটিতেও বাংলাদেশের নারীরা পিছিয়ে নেই৷ আমিরাতে নারী কর্মীরা অত্যন্ত দক্ষতার সাথে নিজ নিজ কাজ করে যাচ্ছেন৷ বাংলাদেশ কনস্যুলেট অগ্রাধিকারের ভিত্তিতে সব সময় নারী কর্মীদের পাশে আছে।’

চার শতাধিক নারীদের উপস্থিতিতে অনেক নারী কর্মী তাদের মতামত ব্যক্ত করেন৷ এসময় তারা বলেন, বিভিন্ন এলাকায় এরকম মতবিনিময় সভা মাসে অন্তত একটি হলেও আয়োজন করলে ভালো হবে৷ এতে করে নারী কর্মীরা দিকনির্দেশনা পাবে।

উপস্থিত ছিলেন ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম, দুতালয় প্রধান আশফাক হোসেন, লেবার কাউন্সিলর আব্দুস সালাম সহ কনস্যুলেটের কর্মকর্তাগণ।

ইফতার মাহফিল ও মতবিনিময় সভা থেকে আগত সকল নারী কর্মীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন সংগঠনের নেতারা৷

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC