কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে আলম মিয়া ওরফে টারু (২১) নামে এক বাংলাদেশী যুবককে আটকের ৯ ঘন্টা পর বিজিবি’র কাছে ফেরত দিয়েছে বিএসএফ।
জানা গেছে, রোববার রাতে ফুলবাড়ী সীমান্তের আর্ন্তজাতিক পিলার নং ৯২৯ এর সাব ৪ এস’র পাশ দিয়ে ভারতের অভ্যন্তরে কোচবিহার জেলার দিনহাটা থানার খারিদা হরিদাস এলাকায় ওই যুবক গরু পাচারের জন্য গেলে ভারতের খারিদা হরিদাস ক্যাম্পের টহলরত ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
সোমবার সকালে ওই সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশি যুবককে গোরকমন্ডপ ক্যাম্পের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
এব্যাপারে ১৫ বিজিবি লালমনিরহাট এর অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ওই যুবককে ভারতে অবৈধ অনুপ্রবেশের অপরাধে ফুলবাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।