ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য বিএনপির সকল দাবির সঙ্গে বিজেপি একাত্মতা প্রকাশ করছে। আমরা মনে করি, এই জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু বিএনপি। বিএনপির এ দাবি ন্যায্য দাবি। এ দাবি কোনো দলের দাবি নয়।
এ দাবি এখন সারা বাংলাদেশের মানুষের দাবি। তাই আমরা এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আমরা খুব দ্রুত কর্মসূচি নিয়ে রাজপথে দাঁড়াব।’
আজ রবিবার বাংলাদেশ জাতীয় পার্টির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটে ‘গ্রহণযোগ্য সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির চেয়ারম্যান।
আন্দালিব রহমান পার্থ বলেন, ‘২০১৪ ও ১৮ সালে কী নির্বাচন হয়েছে সেটা আমরা সবাই জানি। এটা প্রমাণ হয়েছে যে কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। দলীয় সরকারের অধীনে আর নির্বাচন না হওয়ার দাবি শুধু কোনো দলের নয়। এটি এখন সারা বাংলাদেশের জনগণের দাবি।
জনগণ যেকোনো দলেরই দলীয় সরকারের অধীনে নির্বাচনকে বয়কট করবে। গুলশানে চট্টগ্রামে এটা প্রমাণ হয়ে গেছে। মানুষ এখন আর ভোট দিতে যায় না। ভোট দিতে যাবে ও না।’
তিনি আরো বলেন, ‘আমি সরকারকে বলতে চাই, এখনো সময় আছে।
আপনারা দাবি মেনে নিয়ে সংলাপে বসেন। নইলে শুধু আপনাদেরই ক্ষতি হবে না, সারা বাংলাদেশের মানুষের ক্ষতি হবে। আর এই ক্ষতি সারা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। ফলে তারা আপনাদেরকেও কখনো ক্ষমা করবে না। সারা বাংলাদেশের মানুষের একটাই চাওয়া, গ্রহণযোগ্য সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন।’
স্বাধীনতার কথা উল্লেখ করে পার্থ বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের পর থেকে আজকে ৫০ বছর অতিবাহিত হয়ে গেছে। আমি বলব না যে আমাদের উন্নয়ন হয়নি। তবে আমরা যে পরিমাণ উন্নয়নের আশা করেছিলাম সে উন্নয়নে আমরা পৌঁছতে পারিনি। এর সবচেয়ে বড় কারণ আমাদের ভালো মানুষগুলো রাজনীতি থেকে অনেক দূরে সরে গেছে।রাজনীতিবিমুখ হয়ে গেছে। সিস্টেম ভেঙে গেছে। এখন এটা রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। তবে এখন একটা বড় কাজ হলে ভালো মানুষগুলোকে রাজনীতিতে আবার ফেরত আনা। বাংলাদেশ জাতীয় পার্টি সে কাজটি শুরু করে দিয়েছে। আমরাই এই ভালো মানুষগুলোকে রাজনীতি আবার ফেরত আনব। আমরা যেভাবে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ সামনের দিনে আওয়ামী লীগ, বিএনপির পরে তৃতীয় দল হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির অবস্থান হবে।’
আলোচনাসভায় সভাপতির বক্তব্যে দলের মহাসচিব আব্দুল মতিন সাউদ বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা এভাবে আর নির্বাচন চাই না। আমরা এই সমাধান চাই আন্দালিব রহমান পার্থের কাছে। এ দেশের মানুষ ওনার ভূমিকা দেখার জন্য অপেক্ষায় রয়েছে। আমরা একটা নির্বাচন চাই যে নির্বাচন গ্রহণযোগ্য হবে।’
আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় যুব সংহতির আহ্বায়ক হারুন উর রশিদ, জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক নাসির উদ্দীন দুলাল মুন্না, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মাসুদ রানা ও জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক সাইফুল ইসলামসহ বিভিন্ন কেন্দ্রীয় নেতারা।