পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, যেসব দেশ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিকে পালিয়ে থাকতে দেয় তাদের মুখে মানবাধিকারের কথা বলা লজ্জাজনক। মঙ্গলবার (১ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে বৃক্ষরোপন শেষে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও কানাডা নানা অজুহাতে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নুর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে ফেরত দিচ্ছে না। দুই খুনির বিচারে সব প্রসিডিংস এবং তথ্য উপাত্ত্ব দুই দেশেও পাঠানো হয়েছে দাবি করে তিনি বলেন, তারপরও নানা বাহানায় তাদের ফেরত দেয়া হচ্ছে না।
কানাডায় নুর চৌধুরী কি অভিবাসী নাকি অন্য কোনভাবে আছেন তা জানতে চাইলেও সে বিষয়ে কিছু জানানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র আইনের দেশ হলেও রাশেদ চোধুরীকে পালিয়ে থাকতে দিচ্ছে। ফেরত চাইলে তারা বলে, সে অ্যাটর্নি জেনারেলের অধীনে আছে, অথচ অ্যাটর্নি জেনারেল অফিস বাংলাদেশকে কোনো অ্যাপয়েনমেন্ট দেয় না বলেও ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।