শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি: বানিয়াচংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশে গাছের চারা বিতরণ করা হয় বলে আয়োজকরা জানিয়েছেন।মঙ্গলবার (২০ জুন) দুপুর ১২ টায় বানিয়াচং উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি তালুকদার,শিক্ষা অফিসার কবিরুল ইসলাম, প্রধান শিক্ষক জাকির হোসেন, মহিউদ্দিন আগাখান,শিক্ষক বসু সরকার প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, মানবসৃষ্ট কর্মকান্ডের দরুণ ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রার কারণে হয়তো একদিন এই ধরা মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাবে। তাই এই সবুজ পৃথিবীর প্রাকৃতিক বৈচিত্র ধরে রাখার সময় এখনই। এজন্য আমরা যে যেভাবে পারি সেভাবে প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে।