হযরত শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি কার্গো লোডারের আঘাতে ফ্লাই দুবাইয়ের একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। গত রোববার (১৪ মে) রাতে এ ঘটনা ঘটে। তবে দুই দিন বিষয়টি গোপন থাকলে বুধবার (১৭ মে) সেটি প্রকাশ পেয়ে যায়।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি কার্গো লোডার আনলোড করার সময় হঠাৎ করে ফ্লাই দুবাই এর একটি বোয়িং ৭৩৭ কে গিয়ে আঘাত করে। এতে সেই বোয়িং পেটের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই সময় কার্গো আনলোডকারী অপারেটর নিয়ন্ত্রণ হারিয়ে ফলেছিলেন। ফলে কার্গোটি ফ্লাই দুবাইকে আঘাত করে। তবে এমন ঘটনা আগে ঘটেনি বলছেন বিমানবন্দরের কর্মকর্তারা।
গত বছরের নভেম্বরে বাহরাইনের একটি বিমানকে একইভাবে আঘাত করা হয়েছিল। তখন গালফ এয়ার তার বিমানের ক্ষতির কারণে কয়েক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিল।
এছাড়াও একই বছরের ১০ এপ্রিলে বিমানের ৭৭৭-৩০০ ইআর হ্যাঙ্গারে ঢোকানোর সময় সেটি বোয়িং ৭৩৭-৮০০ এর সঙ্গে সংঘর্ষ ঘটায়। পাশাপাশি জুনের শুরুতে বিমানের দুটি বিমান হ্যাঙ্গারে একই ঘটনা ঘটে। হ্যাঙ্গারে ঢোকার সময় একটি ড্রিমলাইনার বিমান বোয়িং ৭৩৭-এর উইংয়ে বিধ্বস্ত হয়। দুটি বিমানই ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও পরে ১৬ জুন একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ কাস্টমস গোয়েন্দাদের বোর্ডিং ব্রিজে সংঘর্ষ ঘটায়।
সেই সময় অবশ্য বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলছিলেন, এমন ঘটনা ভবিষ্যতে ঘটলে বিমানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।