আজিজুর রহমান দুলাল: ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শ্রীরামপুর এবং বোয়ালমারী উপজেলার মাগুরা গ্রামের কিছু উশৃংখল যুবক পূর্ব শত্রুতার জের ধরে অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করেন।
শুক্রবার (১২ মে) সন্ধ্যা ৭টায় আলফাডাঙ্গা কলেজ রোডে ৪৪এর মোড়ে ৫০/৬০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, আলফাডাঙ্গা থানা পুলিশ ছত্রভঙ্গ করার সময় লোকাল বাসস্ট্যান্ড ব্রিজের গোড়ায় পৌঁছালে উশৃঙ্খল লোকজন অতর্কিতভাবে ইট পাটকেল মারলে থানার এসআই আবু শহীদ এবং এএসআই চন্দন সমারদার গুরুতর আহত হয়।
উক্ত ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। মধুখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কর ঘটনাস্থল পরিদর্শন করেন, আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সাথে সাক্ষাৎ করেন।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের বলেন, সরকারি কাজে বাধা প্রদান করায় মামলা হয়েছে। উক্ত ঘটনার সাথে জড়িতদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।