ফরিদপুরের বোয়ালমারীতে প্রেম করে বিয়ে করা স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মন দুধ দিয়ে গোসল করেছেন সিরাজ শেখ (৩৯) নামে এক যুবক। দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করে মহান শ্রোষ্ঠার কাছে শুকরিয়া আদায় করেন। শুক্রবার বিকালে উপজেলার চতুল ইউনিয়নের বাইখির চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
১ মন দুধ দিয়ে গোসলের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিরাজ শেখ বাইখির গ্রামের মজিবর শেখের ছেলে। পেশায় সে একজন অটোরিকশা মেকানিক।
জানা যায়, ১৩ বছর আগে একই গ্রামের আফসার শেখের মেয়ে ইতি বেগমের সাথে প্রেম করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি ১১ বছরের পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পারিবারিক কলহের জেরে দুজনের মধ্যে বনিবনা হচ্ছিল না। ২ বছর আগে স্বামীর অমতে স্ত্রী ইতি বেগম স্থানীয় একটি ফিজিওথেরাপি ক্লিনিকে চাকরি নেয়। এ নিয়ে দ্বন্ধে জড়িয়ে পড়ে স্বামী স্ত্রী। দ্বন্দ্বের জেরে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে গিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে যৌতুক, নারী নির্যাতনের অভিযোগ দিয়ে আদালতে একটি মামলা করেন।
দেড়বছর মামলা লড়ে তিন লাখ টাকার বিনিময়ে তাদের বিচ্ছেদ হয়। স্ত্রীকে তিন লাখ টাকা দিয়ে সন্তানকে নিয়ে বাড়ি চলে আসেন সিরাজ। বিচ্ছেদের পর আইনিভাবে ঝামেলা থেকে মুক্তি পেয়ে এক মন দুধ দিয়ে গোসল করে আল্লাহর কাছে অশান্তি থেকে মুক্তি পেয়ে শুকরিয়া আদায় করেন তিনি।