বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা যশোরের শার্শা উপজেলা শাখার আয়োজনে ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে সভাপতি আলহাজ্ব মোঃ আবুল বাশারের সভাপতিত্বে সিনিয়র সহ সভাপতি আঃ জলিলের সঞ্চালনায় র্যালি ও কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বজলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক সংস্থর শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বিশ্বাস, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার আন্জুয়ারা খাতুন, বেনাপোল পোর্ট থানার এএসআই মোঃ আঃ হান্নান, একতা প্রেস ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সীমান্ত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক রাসেল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক তামিম হোসেম সবুজ সহ প্রেস ক্লাবের কর্মরত অন্যান্য সাংবাদিক বৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার সিনিয়ার সহ সভাপতি আঃ জলিল, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক নয়ন হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবু, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, মেহেদী হাসান, আজগার আলী, আবু সাইদ, সাখোয়াত হোসেন, হাসান খান, জিয়াউর রহমান জুয়েল, জুয়েল রানা,শাহা আলম, সাবুদ্দিন, আবুতালেব, ডাঃ কবীর হোসেন।