May 6, 2024, 9:40 pm
সর্বশেষ:
সাতকানিয়ার রাজিয়া হত্যার প্রধান আসামী ফারুখ র‌্যাবের হাতে গ্রেফতার মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করেন প্রধান বিচারপতি আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালী লবন শ্রমিক কল্যান ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যালী আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালীতে রিক্সা শ্রমিকদের আলোচনা সভা ও র‌্যালী রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় সোনারগাঁয়ে বেপরোয়া মহিউদ্দিন পেপার মিলস, বিলিং ঘর ধসে পড়ে ১০ লাখ টাকার ক্ষতি আলফাডাঙ্গায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় বান্দরবানের ট্রাস্ট ব্যাংকের পাশে আগুন,পুড়ে ছাই দোকান ও বসতঘর           শ্রীমঙ্গল মহিলা ভাইস-চেয়ারম্যান এর বিরুদ্ধে সম্পত্তি জবর দখলের অভিযোগ বাজারে ধানের দাম কম, শ্রমিকের মজুরি বেশি

সমকামিতা পাপ হলেও, অপরাধ হিসেবে বিবেচনা করা উচিৎ নয়ঃ পপ ফ্রান্সিস

  • Last update: Thursday, January 26, 2023

সমকামিতা ধর্মের চোখে পাপ হলেও, অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত নয়। বার্তাসংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

বুধবার (২৫ জানুয়ারি) সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেন, অপরাধ ও পাপের মধ্যে পার্থক্য আছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে সমকামিতাকে ‘অপরাধ’ হিসেবে বিবেচনা করেন ক্যাথলিক ধর্মগুরুরা। তবে ধর্মের চোখে একই লিঙ্গের মানুষের সাথে সম্পর্ক স্থাপনকে পাপ হিসেবে বিবেচনা করা হলেও আদতে এটি অপরাধ নয় বলে দাবি করেছেন পোপ ফ্রান্সিস।

এ সময় ধর্মযাজকদের প্রতি তিনি এলজিবিটি সম্প্রদায়ের মানুষকে গির্জায় স্বাগত জানানোর আহ্বান জানান। তাদের একঘরে করে রাখা কিংবা বৈষম্য করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

পোপ ফ্রান্সিস বলেন, সবাই ঈশ্বরের সন্তান এবং সৃষ্টিকর্তা তার সব সৃষ্টিকেই ভালোবাসেন। বিশ্বের ৬৭টি দেশের আইনে সমকামিতাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। ১১টি দেশে এই অপরাধে মৃত্যুদণ্ডের বিধানও আছে। কিন্তু এটিতো অপরাধ নয়।

পাপ ও অপরাধের মধ্যে পার্থক্যের উদাহরণ হিসেবে পোপ ফ্রান্সিস বলেন, দান-খয়রাত কম করাও তো ধর্মের দৃষ্টিতে পাপ। তাহলে সেক্ষেত্রে আপনি কী বলবেন? তেমনই সমকামিতা পাপ হলেও এটি কোনো অপরাধ নয়।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC