বিএনপির উদ্দেশ্য হচ্ছে দেশে অস্থিরতা সৃষ্টি করা। এজন্য তারা আন্দোলন-আন্দোলন খেলছে। কিন্তু জমাতে পারছে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (১৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, বিএনপি যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে এরচেয়ে কঠিন পরিস্থিতি সরকার এর আগে মোকাবেলা করেছে।
বিএনপির আন্দোলন মোকাবেলা করা সরকারের জন্য কোনো ব্যাপার না বলেও জানিয়েছেন ড. হাছান মাহমুদ। এ সময় তিনি আরও বলেন, তথ্য সচিবকে চাকরি শেষ হওয়ার আগে অবসরে পাঠানোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলতে পারে।
Drop your comments: