সংযুক্ত আরব আমিরাতে বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তাদের সংখ্যা। করোনা পরবর্তী সময়ে দেশটিতে ব্যবসা বানিজ্যে মনোযোগী হতে দেখা গিয়েছে প্রবাসীদের। অনেকে আবার চাকুরির পাশাপাশি যৌথ মালিকানায় চালু করছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান।
বাণিজ্যিক নগরী দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটির ইংল্যান্ড ক্লাস্টারে বাংলাদেশি যৌথ মালিকানাধীন ফাতিমা ইসা রেস্টুরেন্টের উদ্বোধনকালে প্রবাসীরা এসব কথা বলেন।
রেস্টুরেন্টের উদ্বোধন করেন, মাওলানা সিরাজুল ইসলাম, ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব মুজিবুল হক মঞ্জু, সত্ত্বাধিকারী মুহাম্মদ কাইছার, বাবলু ও মাহফুজ।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকার নূর মোহাম্মদ, ব্যবসায়ী জামাল উদ্দিন, নীল রতন দাস, আলহাজ্ব লোকমান হোসেন, ভিপি ইলিয়াস, সেলিম আজাদ মুন্না, মোহাম্মদ রুবেল, রক্সি, এরশাদ, আমিরুল, আলি আকবর, মাহবুব, মুতালেব,শহিদ, হাসেমসহ প্রবাসীরা।
এসময় সত্ত্বাধিকারীরা প্রবাসীদের সহযোগিতা কামনা করেন৷ প্রবাসীদের স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের অঙ্গিকারও করেন তারা৷
সবশেষে ব্যবসার উন্নতিসাধন ও প্রবাসীদের জন্য দোয়া পরিচালনা করেন হাফেজ সিরাজুল ইসলাম।