তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা-বাগানে টিলা ধসে ৪ চা-শ্রমিক নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা বলেন, ‘আজ সকালে ৪জন নারী ঘর লেপার জন্য মাটি সংগ্রহ করতে আসেন। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় হঠাৎ সেটি ধসে পড়ে। সেসময় মাটি চাপায় তারা ঘটনাস্থলেই নিহত হন।’
লাখাইছড়া চা-বাগানে ঘটনাস্থলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বাগান ব্যবস্থাপক ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ শ্রীমঙ্গল থানা পুলিশের দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর সত্যতা নিশ্চিত করতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, মাটি কাটতে গিয়ে ঠিলা ধসে ৪জনের মৃত্যু হয়।
নিহতরা ৪ জন এই নারী, তারা হলেন, চা-শ্রমিক হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) ও শকুন্তলা ভূমিজ (৪০)। আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হচ্ছে।