অনন্য সাধারণ ও মহিমান্বিত মাস হলো পবিত্র রমজান মাস। সারা বিশ্বের মুসলিমদের জন্য সিয়াম সাধনার পবিত্রতম মাস এটি। কোরআনে আল্লাহ পাক নিজের সঙ্গে রোজার সম্পর্কের কথা ঘোষণা করেছেন। সব ইবাদত-বন্দেগি থেকে রোজাকে আলাদা মর্যাদাও দিয়েছেন। রমজাম মাসকে কাজে লাগিয়ে নিজেদের সংশোধন ও ক্ষমার চর্চা করতে হবে৷
বৃহত্তর ফরিদপুর সমিতি ইউএইর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের আহ্বায়ক বুলবুল আহমেদ মুকুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন৷
খন্দকার মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব কাজী ফয়সাল, দ্বিতীয় সচিব মোজাফফর হোসেন, বাংলাদেশ সমিতি ইউএইর সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সমিতি শারজার সভাপতি এম এ বাশার প্রমুখ।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে বিজ্ঞানের দৃষ্টিতে রমজানের গুরুত্ব জানা৷ বিশ্বের বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা রমজানের রোজাকে বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যের জন্য উপকারী। রমজানের রোজার উপকারিতা অমুসলিমরাও গ্রহণ করছেন চিকিৎসা হিসেবে পালন করে৷
বৃহত্তর ফরিদপুর সমিতির নেতৃবৃন্দরা বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে যতটুকু সম্ভব আমরা তা করবো৷ বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসবে এই সমিতি।’ প্রবাসের পাশাপাশি বৃহত্তর ফরিদপুর এলাকার বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত থাকাবে বলেও তারা জানান৷
ইফতার ও দোয়া মাহফিলে কমিউনিটি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা উপস্থিতি ছিলেন৷